Home রাজনীতি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

by Shohag Ferdaus
বর্ধিত সভা

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার দিনব্যাপী পাবলিক হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

ভার্চুয়াল মাধ্যমে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ আলী খানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্ধিত সভার সমন্বয়ক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার।

ভয়েস টিভি/এসএফ

You may also like