Home সারাদেশ রাজশাহীতে আওয়ামী লীগ প্রার্থীর সভায় ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে আওয়ামী লীগ প্রার্থীর সভায় ককটেল বিস্ফোরণ

by Newsroom
আওয়ামী লীগ

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.শহিদুজ্জামান শহিদের নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

২৬ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হরিদাগাছি গ্রামে একাধারে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনী সভা শুরু হয়। প্রার্থী শহিদুজ্জামান শহিদের বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান শুরু করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম।

মঞ্চের সামনে সারিবদ্ধ চেয়ারে বসে বক্তব্য শুনছিলেন ভোটাররা। এর ঠিক মিনিট দু‘য়েকের মধ্যে নির্বাচনী সভার মঞ্চের পেছনে একাধারে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন উপস্থিত জনতা। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

0মেয়র প্রার্থী মো. শহিদুজ্জামান শহীদ বলেন, আমার নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরণ করেছে। জামায়াত-বিএনপির প্রার্থীর এলাকায় এটি ঘটেছে। এখানে তাদের ভূমিকা রয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। সংশ্লিষ্ট প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করছি।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এ সময় ঘটনাস্থলে বিস্ফোরিত বোমার আলামত পাওয়া গেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা এ হামলা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like