Home সারাদেশ জামালপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩০

জামালপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩০

by Newsroom
আওয়ামী

জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের দুই গ্রুপে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।

জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের বাড়িতে তার সমর্থকদের জন্যে খাবারের আয়োজন চলছিল। যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা জগন্নাথগঞ্জ ঘাট থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা সার কারখানা গেটপাড় এলাকায় প্রবেশ করে।

এ সময় হেলাল মিয়া নামে আওয়ামী লীগের এক কর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ ব্যাপক সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের মধ্যে রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা যায়।

এদিকে সংঘর্ষ চলাকালে মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং মালামাল লুটের ঘটনা ঘটে।

সংঘর্ষে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজমত আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মামুনসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন।  বর্তমানে ওই এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

আরও পড়ুন : চাটমোহরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ভয়েস টিভি/এমএইচ

You may also like