Home সারাদেশ বরগুনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

বরগুনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

by Newsroom

বরগুনা পৌরসভা নির্বাচনে এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে। ৩০ জানুয়ারি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এসময় ওই মেয়র প্রার্থী সাংবাদিকদের তোপের মুখে পড়লে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন।

লাঞ্ছনার শিকার ওই সাংবাদিকের নাম মঈনুল আবেদীন খান সুমন। তিনি দৈনিক ইত্তেফাকের বরগুনা দক্ষিণ প্রতিনিধি হিসেবে কর্মরত।

এ বিষয়ে সাংবাদিক মঈনুল আবেদীন খান সুমন বলেন, বরগুনা সরকারি কলেজ কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনের সময় আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন বরগুনা সরকারি কলেজ কেন্দ্রে ১০-১২ জন কর্মী নিয়ে প্রবেশ করেন। এ সময় তার কর্মীদের ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি আমার উপর চড়াও হন। এরপর তিনি আমার কলার ধরে আমার পরিচয় পত্র ছিঁড়ে ফেলেন এবং আমাকে হুমকি দেন।

এ বিষয়ে ঘটনার প্রতক্ষদর্শী বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ বলেন, কালো টাকার প্রভাব কতটা শক্তিশালী হতে পারে তা আজ প্রত্যক্ষ করলাম। দৈনিক ইত্তেফাকের বরগুনা দক্ষিণ প্রতিনিধি মঈনুল আবেদীন খান সুমন ভাইয়ের পরিচয় পত্র টেনে ছিড়ে ফেললেন, লাঞ্ছিত করলেন এবং দেখে নেয়ার হুমকি দিলেন বরগুনা পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন।

এ বিষয়ে আমরা তাৎক্ষণিক বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান এবং বরগুনার পুলিশ সুপার জনাব মো. জাহাঙ্গির মল্লিকসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যদের কাছে সরাসরি অভিযোগ দিয়েছি। আমরা ন্যায়বিচারের প্রতীক্ষায় রইলাম।

এ বিষয়ে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, বিষয়টি আমরা ইতোমধ্যেই অবগত হয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

ভয়েস টিভি/এমএইচ

You may also like