Home সারাদেশ পাবনায় আওয়ামী লীগ নেতা হত্যা: ভাঙচুর-আগুন, ৩ পুলিশ আহত

পাবনায় আওয়ামী লীগ নেতা হত্যা: ভাঙচুর-আগুন, ৩ পুলিশ আহত

by Shohag Ferdaus
ভাঙচুর

পাবনায় ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বকুল শেখ হত্যার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় কয়েকটি বাড়ি ও গোডাউনে আগুন ধরিয়ে দেয় তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে নিহত বকুল শেখের জানাজা ও দাফন শেষে ফেরার পথে শহরের অন্তত মোড় এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হামলা চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় অন্তত ২০টি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালায় তারা। এছাড়াও ৫টি বাড়ি ও গোউাউনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।

ভাঙচুর

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় হামলাকারীদের ইট-পাটকেলের আঘাতে ৩ পুলিশ কনস্টেবল আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, আরিফপুর কবরস্থানে নিহতের দাফন শেষে মুসল্লিরা ফেরার পথে অনন্ত বাজার এলাকায় আসার পর কিছু দুষ্কৃতিকারী যাদের হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ছিল, তারা দোকানপাটে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। আমরা তাদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like