Home ধর্ম আকাশে মেঘ দেখলে দোয়া

আকাশে মেঘ দেখলে দোয়া

by Amir Shohel

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররিহা।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে এর অনিষ্ট থেকে আশ্রয় চাই।’

উপকার : ‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) আকাশের প্রান্তে মেঘ উঠতে দেখলে যাবতীয় (নফল) ইবাদত ছেড়ে দিতেন, এমনকি তিনি নামাজে থাকলেও। অতঃপর তিনি এই দোয়া পড়তেন। (বুখারি, হাদিস : ৫১৯৯)

You may also like