Home বিশ্ব আক্রান্ত ৩ কোটি ১৭ লাখ, মৃত্যু ৯ লাখ ৭৫ হাজার

আক্রান্ত ৩ কোটি ১৭ লাখ, মৃত্যু ৯ লাখ ৭৫ হাজার

by Amir Shohel
১০ লাখ ছুঁইছুঁই

বিশ্বজুড়ে মহামারি করোনা প্রাদুর্ভাবে আক্রান্তের সংখ্যা তিন কোটি ১৪ লাখ ছাড়িয়েছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুসারে ২৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা তিন কোটি ১৭ লাখ ৮৩ হাজার ৫০৪ জন।

এছাড়া বুধবার বেলা ১১টা পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছে ৯ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতি ভাইরাস।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি কোণঠাসা মার্কিন জনগণ। দেশটিতে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৯৭ হাজার ৯৩৭ জন আর মৃত্যু হয়েছে ২ লাখ ৫ হাজার ৪৭১ জনের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ভারতে। সেখানে ৫৬ লাখ ৪৬ হাজার ১০ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছে ৯০ হাজার ২১ জন। মৃত্যু বিবেচনায় দেশটি তৃতীয়।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ব্রাজিলে। দেশটিতে ৪৫ লাখ ৯৫ হাজার ৩৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৫৯ জনের। মৃত্যু বিবেচনায় দেশটি দ্বিতীয়।

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ১১ লাখ ১৫ হাজার ৮১০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু বিবেচনায় রাশিয়া ১২তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৯ হাজার ৬৪৯ জন।

ভয়েসটিভি/এএস

You may also like