Home পশ্চিমবঙ্গ আগরতলায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস

আগরতলায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস

by Newsroom
আগরতলায়

আগরতলায় পালিত হয়েছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস। আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।

তবে করোনার কারণে এবছর সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচীর অংশ হিসেবে সকালে প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা। এরপর উপস্থিত সকলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পাঠানো লিখিত বাণী পাঠ কারা হয়। এসময় বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি করা তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এই কর্মসূচীতে সহকারী হাইকমিশনের সকল স্তরের কর্মীদের পাশাপাশি ত্রিপুরার মুক্তিযোদ্ধাও উপস্থিত ছিলেন।

ভয়েস টিভি/ইন্টারন্যাশনাল ডেস্ক/টিআর

You may also like