Home বিনোদন “আগস্ট ১৯৭৫” চলচ্চিত্রের পোস্টার রিলিজ করলো শাপলা মিডিয়া

“আগস্ট ১৯৭৫” চলচ্চিত্রের পোস্টার রিলিজ করলো শাপলা মিডিয়া

by Newsroom
আগস্ট ১৯৭৫

ঢাকা: শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের আলোচিত চলচ্চিত্র “আগস্ট ১৯৭৫” এর পোস্টার রিলিজ করা হয়েছে। আজ ২ আগস্ট, ২০২০ রোববার রাত ৮টায় এই পোস্টার রিলিজ করা হয়।

করোনার কারণে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই এ চলচ্চিত্রের পোস্টার ভয়েস টেলিভিশনের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েব পোর্টালে রিলিজ দেয়া হলো বলে জানিয়েছেন দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান।

আগামী ৬ আগস্ট এ চলচ্চিত্রটির ফার্স্ট লুক টিজার রিলিজ করা হবে বিকেল ৫টায়। ১২ আগস্ট ট্রেলার দেখতে পাবেন দর্শকরা। আর ১৪ আগস্ট একই সময় জনপ্রিয় অভিনেতা ও শিল্পী ফজলুর রহমান বাবুর কণ্ঠে একটি পুরো গান ভিডিওসহ দেখা যাবে। তবে এর জন্য চোখ রাখতে হবে- ভয়েস টেলিভিশনের ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ওয়েব পোর্টালে।

ব্যবসা সফল বিভিন্ন আঙ্গিকে চলচ্চিত্র নির্মাণের পর এবার ইতিহাসের আলোকে চলচ্চিত্র নির্মাণ করে সাড়া ফেলেছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা ও দাফনের প্রেক্ষাপটে হৃদয়বিদারক ঘটনা ও ঘাতকদের চক্রান্ত তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।

চলচ্চিত্রটির প্রযোজক, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান নিজেই। এছাড়া প্রযোজক হিসেবে তাঁর সঙ্গে আছেন আরো তিনজন। এরা হলেন- কাজী মিজানুর রহমান, আফসার উদ্দিন এবং নাসির উদ্দিন। আর এই চলচ্চিত্র নির্মাণে উপদেষ্টা পরিচালক হিসেবে সহযোগিতা করেছেন নির্মাতা শামীম আহমেদ রনি।

এই চলচ্চিত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক এমপি বেবী মওদুদের চরিত্রে অভিনয় করছেন মাসুমা রহমান নাবিলা। এছাড়া ইতিহাসের কুখ্যাত ব্যক্তি, বেঈমান ও বিশ্বাস ঘাতক খুনি খন্দকার মোশতাকের চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিমকে এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের চরিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ।

মেজর ডালিমের চরিত্রে দেখা যাবে মাজনুন মিজানকে। এছাড়া চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টপাধ্যায়, ফজলুর রহমান বাবু ও আনিসুর রহমান মিলনসহ আরও অনেকে। আর ইমন সাহার সুর-সংগীতে চলচ্চিত্রটির শোকের আবহ মাখা একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার।

“আগস্ট ১৯৭৫” চলচ্চিত্রের পোস্টার

“আগস্ট ১৯৭৫” চলচ্চিত্রের পোস্টার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার বর্ণাঢ্য সংগ্রামী রাজনৈতিক জীবন নিয়ে সুমন কল্যাণের সুর ও সংগীতে আরো একটি গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান জানান, “আগস্ট ১৯৭৫” চলচ্চিত্রে ইতিহাসের আলোকে সেই সময়কার ঘটনা দেখানো হবে। শুধু তাই নয়। ঘাতকরা কীভাবে চক্রান্ত ও হত্যাকাণ্ডের নীল নক্সা বাস্তবায়ন করেছে এবং জাতির পিতাকে টুঙ্গিপাড়ায় দাফনের হৃদয়বিদারক ঘটনাও দর্শকরা দেখবে এই চলচ্চিত্রে। এছাড়া, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেষ রাত থেকে ১৬ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরদেহ দাফন পর্যন্ত কী ঘটেছিল। বাঙালি জাতিকে তা জানতে হবে।

আর সেই হৃদয়বিদারক ঘটনা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে চলা প্রতিষ্ঠান হিসেবে দর্শকদের জানানো দায়িত্ব ও দায়বদ্ধতা মনে করে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।
“আগস্ট ১৯৭৫” চলচ্চিত্রটি দেশবাসীকে দেখার সুযোগ করে দিতে সারা দেশের সিনেমা হল খুলে দেয়ার জন্যে ৩০ জুলাই বৃহস্পতিবার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান। সেই সঙ্গে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল ঘোষণা দিয়েছে, ইতিহাসের ঘটনাবহুল অধ্যায়ের অংশ বিশেষ নিয়ে নির্মিত “আগস্ট ১৯৭৫” চলচ্চিত্রের মাধ্যমে আয়ের যাবতীয় অর্থ বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টে প্রদান ও বন্যা দুর্গতদের সাহায্যার্থে ব্যয় করা হবে।
ভয়েসটিভি/বিনোদন প্রতিবেদক/ডিএইচ

You may also like