Home অর্থনীতি আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে সাড়ে ৭ শতাংশ: এডিবি

আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে সাড়ে ৭ শতাংশ: এডিবি

by Newsroom

ভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের কারণে চলতি অর্থবছরে (২০১৯-২০) অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা আগামী অর্থবছরেই (২০২০-২১) কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়াতে পারে চার দশমিক পাঁচ শতাংশে। মন্দা প্রভাব কাটিয়ে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে সাত দশমিক পাঁচ শতাংশ। বৃহস্পতিবার বাংলাদেশের অর্থনীতির ওপর তৈরি করা এক প্রতিবেদনে এই দাবি করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
যদিও সরকার বলছে চলতি অর্থবছরে জিডিপি পাঁচ দশমিক দুই শতাংশ অর্জন হতে পারে। এছাড়া আগামী অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আট দশমকি দুই শতাংশ।
এডিবির এই পূর্বাভাস প্রতিবেদন বলছে, করোনার কারণে সারাবিশ্বের মতো বাংলাদেশেরও চলতি অর্থবছরের শেষ তিন মাস অর্থনৈতিক কার্যক্রম দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী অর্থবছরের প্রথম ছয় মাসেই বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে সাত দশমিক পাঁচ শতাংশে।
এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেছেন, ‘চলতি অর্থবছরের প্রথম ৯ মাস বাংলাদেশের অর্থনীতির দারুণ সাফল্য ছিল। করোনার সংক্রমণ শুরু হলে তা কমে আসে এবং আগামী অর্থবছরে এই ক্ষতি কাটিয়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘এডিবি বাংলাদেশকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে এবং করোনার কারণে তাৎক্ষণিক অর্থ-সামাজিক অবস্থা ধরে রাখতে ও স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রাখতে জরুরি ভিত্তিতে এক দশমিক চার মিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে।’

You may also like