Home বিনোদন বন্ধ হওয়ার পথে প্রায় শতবর্ষী আজাদ সিনেমা হল

বন্ধ হওয়ার পথে প্রায় শতবর্ষী আজাদ সিনেমা হল

by Newsroom
আজাদ সিনেমা হল

বন্ধ হওয়ার পথে পুরাণ ঢাকার ঐতিহ্যবাহী  আজাদ সিনেমা হল। পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত ‘আজাদ’ সিনেমা হলের বয়স ৯১ বছর। এটি দেশের প্রথম দিককার সিনেমা হলগুলোর একটি।

হলটির বর্তমান ব্যবস্থাপক আলাউদ্দিন তৌহিদ জানান, ক্রমাগত লোকসানের কারণে হলটি বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করেছে মালিকপক্ষ।

তিনি জানান, ‘আমাদের প্রায় ২০ জন কর্মচারী। করোনার সময় বেতন দেওয়া তো দূরের কথা কারেন্ট, পানি- কোনোটারই বিল দিতে পারিনি। সব মিলিয়ে প্রায় ১২ লাখ টাকা বকেয়া হয়ে গেছে। অন্যদিকে প্রায় ১০০ বছরের কাছাকাছি বয়স এই আজাদ ম্যানসনের। প্রচুর সংস্কার দরকার। সিট, মেঝেতে নতুন করে কাজ করা দরকার। একে তো ঋণের বোঝা অন্যদিকে সংস্কারের খরচ। তাই বলা যায়, খুবই খারাপ অবস্থার মধ্যে আমরা যাচ্ছি।’

আরও পড়ুন- ভারতে সিনেমা হল খোলার অনুমতি

তবে তিনি জানান, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে যদি ঋণ পাওয়া যায় তাহলে হয়তো সংস্কারের মাধ্যমে পুনরায় চালু করা হবে।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like