Home শিক্ষাঙ্গন আজ এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানা যাবে

আজ এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানা যাবে

by Amir Shohel

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ ও শঙ্কা কাটবে আজ। কবে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে সংবাদকর্মীদের বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ৬ অক্টোবর মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।

তিনি জানান, ৭ অক্টোবর বুধবার দুপুর ১টায় এইচএসসি পরীক্ষার বিষয়ে গণমাধ্যমকে অনলাইনে ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ব্রিফিং শুরুর আগে জুম লিংক সরবরাহ করা হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষা বিষয়ক রিপোর্টারদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ৬ অক্টোবর সোমবার বা ৭ অক্টোবর মঙ্গলবার পরীক্ষার তারিখ জানানো হবে। শিক্ষামন্ত্রী ওইদিন বলেন, শিক্ষার্থীদের ২৮ দিন সময় দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়।

ভয়েসটিভি/এএস

You may also like