Home ধর্ম পবিত্র শবে কদর পালন

পবিত্র শবে কদর পালন

by Newsroom

ভয়েস ডেস্ক: রাতভর ইবাদত বন্দেগির মধ্য দিয়ে বুধবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালন করা হয়েছে। এই রাতকে বলা হয়, মহিমান্বিত বরকতময় রাত বা লাইলাতুল কদর। ইসলাম ধর্ম মতে, বছরের সবচেয়ে বরকতময় রাত শবে কদর। কুরআন ও হাদিসে এর নাম লাইলাতুল কদর।

শব ফারসি শব্দ, অর্থ রাত। আর কদর আরবি শব্দ, অর্থ মর্যাদা, ক্ষমতা। শবে কদর অর্থ মর্যাদার রাত। এই পবিত্র রাতে হেরা গুহায় হযরত মোহাম্মদ (সা.) এর কাছে আল-কুরআনের প্রথম সুরার (সুরা-আলাক) পাঁচটি আয়াত নাজিল হয়। পবিত্র কুরআনে কদর নামে একটি সুরাও রয়েছে।

এই মহিমান্বত রাতে ইবাদত-বন্দেগি করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ রাতে সিদরাতুল মুনতাহায় অবস্থিত অগণিত ফেরেশতাসহ হজরত জিবরাইল (আ.) দুনিয়ায় অবতীর্ণ হন এবং ফেরেশতারা দুনিয়ার সমস্ত অংশে ছড়িয়ে পড়েন। প্রত্যেক স্থানে স্থানে রুকু–সিজদা করেন। মুমিন নর–নারীর জন্য দোয়ায় মশগুল হন। পবিত্র এই রজনীতে মহান রাব্বুল আলামীন অসংখ্য গুনাহগারকে মাফ করেন ও তওবা কবুল হয়। সেইসাথে বরকতময় এই রাতে মাতাপিতা ও আত্মীয় স্বজনের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কবর জিয়ারত বা তাদের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করেন।

You may also like