Home অর্থনীতি আট কোটি টাকা ভ্যাট দিল পূবালী ব্যাংক

আট কোটি টাকা ভ্যাট দিল পূবালী ব্যাংক

by Newsroom

বিশেষ নিরীক্ষায় পাওয়া অপরিশোধিত আট কোটি টাকা ভ্যাট জমা দিয়েছে পূবালী ব্যাংক। ৮ অক্টোবর বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, এনবিআর গোয়েন্দার সহকারী পরিচালক খাজাহ আহমেদ তালুকদারের নেতৃত্বে  পূবালী ব্যাংকের ২০১৭-২০১৯ মেয়াদে বিশেষ নিরীক্ষা করে সাত কোটি ৯০ লাখ টাকার অপরিশোধিত ভ্যাট খুঁজে পায়। গোয়েন্দাদের দাবির প্রেক্ষিতে স্বপ্রণোদিত ট্রেজারি চালানের মাধ্যমে ভ্যাট পরিশোধ করে পূবালী ব্যাংক।

এর মধ্যে রয়েছে নিয়মবহির্ভূত রেয়াত ৩৭ লাখ ৪১ হাজার টাকা, বিভিন্ন খাতে উৎস ভ্যাট কর্তন করে জমা না দেয়া ছয় কোটি পাঁচ লাখ টাকা, সময়মতো ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী দুই শতাংশসুদ বাবদ এক কোটি ৪৫ লাখ টাকা।

এর আগেও পূবালী ব্যাংক ভ্যাট গোয়েন্দার নিরীক্ষণে উদঘাটিত ১২ কোটি ৩০ লাখ টাকার ভ্যাট সরকারি কোষাগারে পরিশোধ করেছিল।

ভয়েস টিভি/এমএইচ

You may also like