Home জাতীয় আজ আত্মসমর্পণ করবে জঙ্গিবাদে জড়িয়ে যাওয়া ৯ সদস্যের পরিবার

আজ আত্মসমর্পণ করবে জঙ্গিবাদে জড়িয়ে যাওয়া ৯ সদস্যের পরিবার

by Newsroom
আত্মসমর্পণ

উগ্রবাদের কালো থাবায় আটকে যাওয়া শিক্ষিত দম্পতি—স্বামী প্রকৌশলী ও স্ত্রী চিকিৎসক। তাদের রয়েছে ফুটফুটে দুটি সন্তান। এই সুখের সংসার তছনছ করে দেয় জঙ্গিবাদের কালো ছায়া। অনিশ্চয়তার তিমির গ্রাস করে পুরো পরিবারকে।

কিন্তু উগ্রবাদে হারিয়ে যাওয়ার আগেই তাদের অন্ধকার সুড়ঙ্গে আলো ফেলেছে র‍্যাব। সংস্থাটির নতুন উদ্যোগ ডি-রেডিক্যালাইজশেন প্রক্রিয়ার আওতায় স্বাভাবিক জীবনে ফিরছে এই পরিবারটি। দীর্ঘ সময় কাউন্সেলিংয়ের মাধ্যমে তাঁদের মাথা থেকে উগ্রবাদ ঝেড়ে ফেলা হয়েছে। এখন শুরু হয়েছে স্বাভাবিক জীবনে ফেরার কার্যক্রম। এর অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে জঙ্গিবাদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিচ্ছেন তাঁরা। একইভাবে স্বাভাবিক জীবনে ফেরার কথা প্রায় ৯ জনের। তারা আজ বৃহস্পতিবার র‍্যাব সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করছেন।

‘নব দিগন্তে প্রত্যাবর্তন’—এই স্লোগান সামনে রেখে আজ র‍্যাব সদর দপ্তরের আজাদ মেমোরিয়াল হলে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে অংশ নেবেন একাডেমিশিয়ান, ইসলামী স্কলার, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিশিষ্ট নাগরিকরা।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ প্রমুখ উপস্থিত থাকবেন।

আরও পড়ুন : ভুল করে কিশোরীর পিত্তথলি কেটে ফেলল চিকিৎসক

ভয়েস টিভি/ডিএইচ

You may also like