Home সারাদেশ নকলায় শার্ট-প্যান্ট কেনার টাকা না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

নকলায় শার্ট-প্যান্ট কেনার টাকা না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

by Newsroom
আত্মহত্যা

শেরপুরের নকলায় নতুন শার্ট-প্যান্ট কেনার জন্যে কাঙ্ক্ষিত টাকা না পেয়ে দরিদ্র বাবার উপর অভিমান করে রিমু মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। ৭ ডিসেম্বর সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার গনপদ্দী গ্রামে এ ঘটনা ঘটে।

সে ওই গ্রামের দরিদ্র জেলে মো. সিদ্দিক মিয়ার ছেলে ও গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্বজনরা জানায়, রিমু বেশ কয়েকদিন ধরে নতুন শার্ট ও প্যান্ট কিনার জন্য তার বাবার কাছে এক হাজার টাকার বায়না ধরে। সোমবার বাবা তাকে ৫০০ টাকা যোগাড় করে দেয়। এ টাকা দিয়ে পছন্দসই শার্ট ও প্যান্ট পাওয়া যাবে না বলে রাগারাগি করে তার মায়ের কাছে টাকা ফেরত দিয়ে চলে যায় রিমু।

পরে দাদার ঘরে গিয়ে দরজা বন্ধ করে মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় সে। স্বজনরা তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে রিমু মিয়া মৃত অবস্থায় ঝুলে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নকলা থানার অফিসার ইনচার্জ মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মহত্যার বিষয়ে কারও কোনো প্রকার অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের অনুমতি দেয়া হয়েছে। একই সঙ্গে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ভয়েস টিভি/এমএইচ

You may also like