Home বিনোদন আদালতের আদেশ : সাধারণ সম্পাদকের দায়িত্বে জায়েদ খানই

আদালতের আদেশ : সাধারণ সম্পাদকের দায়িত্বে জায়েদ খানই

by shahin

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী জায়েদ খান কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । একই সাথে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুনকে জয়ী ঘোষণা করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।

৬ ফেব্রয়ারি কাঞ্চণ নিপুন পরিষদের একাংশ শপথ গ্রহণ করে শিল্পী সমিতির দায়িত্ব নেন। যদিও ওই শপথ গ্রহণ জায়েদ খানের সাথে জয়ী কেউ অংশ নেয়নি।

সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ৭ ফেব্রুয়ারি  হাইকোর্টে আপিল করেছেন জায়েদ খান।

আরও পড়ুন: প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জায়েদ খানের

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদন করা হলে শুনানী শেষে আদলত জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালণ  করার এবং শিল্পী সমিতির আপিল বিভাগের আদেশ স্থগিত করে। সোমবার তার আইনজীবী নাহিদ সুলতানা যুথি বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি  নিশ্চিত করেন।

জায়েদ খানের অপর আইনজীবী আহসানুল করীম সাংবাদিকদের বলেন, নিপুণ আক্তারের অভিযোগের প্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর থেকে আপিল বোর্ডকে দেওয়া চিঠির কার্যকারিতা এবং নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

তিনি বলেন, একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের চিঠি এবং আপিল বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে এক সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়া জায়েদ খানের দায়িত্ব পালনে কোনো প্রকার বাধা না দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে রুল শুনানির জন্য ১৫ ফেব্রুয়ারি দিন রেখেছেন হাইকোর্ট।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর ফলে তিনি হারিয়েছেন পদ।

৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ভোট গণনা শেষে চিত্রনায়ক জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে পরাজিত প্রার্থী নিপুণের আপিল আবেদনে পুনরায় ভোট গণনা করা হয়। সেখানেও নিপুণকে পরাজিত ঘোষণা করেন পরিচালক সোহানুর রহমান সোহানের নেতৃত্বে আপীল বোর্ড। পরে শনিবার নিপুণ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আবেদন করলে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল পরিচালক সোহানুর রহমানের নেতৃত্বে আপিল বোর্ড। ওই ঘোষণার একদিন পর দায়িত্ব নেন কাঞ্চন নিপুন পরিষদের সদস্যরা ।

ভয়েসটিভি/আরকে

You may also like