Home সারাদেশ আদালতে মারামারি, ইউপি চেয়ারম্যান হাজতে

আদালতে মারামারি, ইউপি চেয়ারম্যান হাজতে

by Mesbah Mukul

পঞ্চগড় জেলার আদালত চত্বরে বাদি বিবাদীর মারামারি মামলায় কুদরত-ই-খুদা মিলনের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। কুদরত-ই-খুদা মিলন তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। জামিন শেষে নিম্ন আদালতে হাজিরা দিতে এলে এসময় উচ্চ আদালতের নির্দেশে তাকে আবার জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ২ নভেম্বর দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. মতিউর রহমান এ নির্দেশ দেন।

ইতোপূর্বে মিলন উচ্চ আদালতের নির্দেশে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে আজ মঙ্গলবার নিম্ন আদালতে হাজিরা দিতে আসেন। এসময় উচ্চ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সুত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ক্যান্টিনে একটি মামলার বাদী ও বিবাদীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় আদালত পুলিশের সহকারী উপ পরিদর্শক মজিবুর রহমান বাদী হয়ে ওই ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে আসামী করে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করে। পরে তিনি উচ্চ আদালতে আপিল করে জামিন পান। এ মামলার অন্য আসামীরা বর্তমানে জামিনে রয়েছেন।

জানা যায়, কুদরত-ই-খুদা মিলন বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে এবারেও চশমা প্রতিকে প্রতিদ্বন্দিতা করছেন।

আরও পড়ুন : বাংলাবান্ধা ও হিলি স্থলবন্দরে আমদানি-রফতনি বন্ধ

ভয়েসটিভি/এমএম

You may also like