Home সারাদেশ আদালত চত্বরে ধর্ষকের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে

আদালত চত্বরে ধর্ষকের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে

by Newsroom

নাটোরে একটি ধর্ষণ মামলায় আদালত চত্বরে ধর্ষকের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে সম্পন্ন হওয়ার পরে ধর্ষকের জামিন মঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত।

১৯ নভেম্বর বৃহস্পতিবার মামলার শুনানির দিনে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম ধর্ষক মানিক হোসেনের জামিন আবেদনের পাশাপাশি উভয় পরিবার বিয়ে দেয়ার জন্য সম্মতি প্রকাশ করেছে বলে বিষয়টি আদালতকে অবহিত করেন।

পরে আদালত চত্বরে তাদের বিয়ে সম্পর্ন হওয়ার পরেই অভিযুক্ত মানিক হোসেনের জামিন আবেদন মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার । এনিয়ে আদালত পাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসময় আদালতে বাদী এবং আসামি পক্ষের আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

গত ১৮ অক্টোবর রাতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের রওশনপুর উত্তরপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মানিক হোসেন একই এলাকার সম্পা খাতুন নামের এক নারীর ঘরে প্রবেশ করে ধর্ষণ করে।

আরও পড়ুন: ধর্ষকের কোনো দল নেই, তার পরিচয় ধর্ষকই

এরপর ১৯ অক্টোবর ধর্ষণের শিকার  ভুক্তভোগী নারী বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। পরে ওই দিনই ধর্ষক মানিক হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

ভয়েস টিভি/টিআর

You may also like