Home সারাদেশ সুনামগঞ্জ আদালত থেকে পলাতক আসামি গ্রেফতার

সুনামগঞ্জ আদালত থেকে পলাতক আসামি গ্রেফতার

by Newsroom
পরিমাণ

সুনামগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে পলাতক স্ত্রী হত্যা মামলার আসামি ইকবাল হোসেনকে (৩৫) নয়দিন পর গ্রেফতার করা হয়েছে। ১৮ ডিসেম্বর শুক্রবার রাতে সিলেটের লাক্কাতোরা চা বাগান থেকে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন,পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ইকবাল হোসেনকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক একটি মামলা করেছেন। দুইটি মামলার আসামি হিসেবে তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে তাকে সুনামগঞ্জ সদর পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এর আগে ৯ ডিসেম্বর বুধবার সকালে সুনামগঞ্জ শহরতলির হালুয়ারগাঁওয়ের জেলা কারাগার থেকে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামের মনোয়ারা বেগমকে (স্ত্রী) হত্যা মামলায় ইকবাল হোসেনকে আদালতে হাজির করার জন্যে নিয়ে আসে কোর্ট পুলিশ।

পরে দুপুরে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান ইকবাল হোসেন। সন্ধ্যার পর অন্য আসামিদের ফিরিয়ে দেয়া হলেও ইকবাল হোসেনকে কারাগারে ফেরত না দেয়ায় বিষয়টি জানাজানি হয়।

২০১৩ সালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামের মনা মিয়ার মেয়ে মনোয়ারা বেগমকে বিয়ে করেন ইকবাল হোসেন। বিয়ের ৪ বছর পর ২০১৭ সালের জুন মাসে ইকবাল হোসেন তার স্ত্রী মনোয়ারা বেগমকে খুন করে লাশ জঙ্গলে লুকিয়ে রাখেন।

মনোয়ারা বেগমের লাশ পঁচে দুর্গন্ধ বের হলে গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২০১৭ সালের ১৩ জুন মনোয়ারা বেগমের মা আমিনা বেগম বাদী হয়ে ইকবাল হোসেনকে আসামি করে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন : নেয়াখালীর গৃহবধূ নির্যাতন: রিমান্ড শেষে কারাগারে দেলোয়ার

ভয়েস টিভি/এমএইচ

You may also like