2
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২৭ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের আদিতমারী কালিস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আবু বক্কর সিদ্দিক ওই এলাকার আব্দুল গনি মিয়ার ছেলে। তিনি ভাদাই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য (১, ২ ও ৩ ওয়ার্ড) শামীমা আক্তারের স্বামী।
ভাদাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে পায়চারী করছিলেন আবু বক্কর সিদ্দিক। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে বজ্রের আঘাতে গুরুতর আহত হন তিনি।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভয়েসটিভি/এএস