Home সারাদেশ আদিতমারীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

আদিতমারীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

by Amir Shohel

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

২৭ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের আদিতমারী কালিস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবু বক্কর সিদ্দিক ওই এলাকার আব্দুল গনি মিয়ার ছেলে। তিনি ভাদাই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য (১, ২ ও ৩ ওয়ার্ড) শামীমা আক্তারের স্বামী।

ভাদাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে পায়চারী করছিলেন আবু বক্কর সিদ্দিক। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে বজ্রের আঘাতে গুরুতর আহত হন তিনি।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভয়েসটিভি/এএস

You may also like