Home বিশ্ব আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ

by Newsroom

নিউজ ডেস্ক: ৯ আগস্ট! আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। এই দিনে বিশ্বের বিভিন্ন দেশের অধিকারবঞ্চিত আদিবাসীরা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামবেন।

সরকারি-বেসরকারি নানা উদ্যোগ সত্ত্বেও দেশের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে তাল মেলাতে পারছে না দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় ৫০ লাখ মানুষ। তারা ক্রমেই মূলধারা থেকে পিছিয়ে পড়ছে। হারিয়ে যাচ্ছে তাদের ভাষা ও সংস্কৃতি।
এমন পরিস্থিতিতে আজ রবিবার দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

দিবসটি উদযাপনের মূল লক্ষ্যই হলো আদিবাসীদের জীবনধারা, মৌলিক অধিকার ও মানবাধিকার, আদিবাসী জাতিসমূহের ভাষা ও সংস্কৃতি তথা আত্ম-নিয়ন্ত্রণাধিকার সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ অ-আদিবাসী জনগণ ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন করে তোলা।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে আজ সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে। থাকছে ভিডিও বার্তা, অনলাইনে আদিবাসী শিল্পীদের সংগীত পরিবেশনা, আলোচনাসভা, প্রদীপ প্রজ্বালন ও মৌনব্রত কর্মসূচি। বিভিন্ন জেলা ও উপজেলায় থাকছে নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে আগামীকাল সোমবার আলোচনাসভা করবে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ।

রাত ৮টায় বিশ্বব্যাপী কোভিড মহামারিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে এবং ধরিত্রীর সুস্থতার জন্য নিজ নিজ অবস্থান থেকে প্রদীপ প্রজ্বলন ও এক মিনিট মৌনব্রত পালন করা হবে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে জাতিসংঘের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়ে আসছে। বিশ্বের ৯০টি দেশের ৩০ থেকে ৩৫ কোটি আদিবাসী উদযাপন করে থাকেন দিবসটি।

ভয়েস টিভি/নিউজ ডেস্ক/টিআর

You may also like