Home সারাদেশ ‘রোহিঙ্গা শিবিরে কারও আধিপত্য বিস্তারের প্রশ্নই উঠে না’

‘রোহিঙ্গা শিবিরে কারও আধিপত্য বিস্তারের প্রশ্নই উঠে না’

by Shohag Ferdaus
রোহিঙ্গা

‘রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। এখানে অন্য কারও আধিপত্য বিস্তারের প্রশ্নই উঠে না। এখানে আধিপত্য থাকবে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর।’

৭ অক্টোবর বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।

এদিকে গত কয়েকদিন ধরে উখিয়া কুতুপালং ক্যাম্পে দু’দল রোহিঙ্গাদের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় ৮ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ক্যাম্প পরির্দশনে গিয়ে ডিআইজি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোহিঙ্গা শিবিরে যৌথ টহল চলছে। কিছু কিছু এলাকায় ব্লক রেড চলছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেসব প্রদক্ষেপ নেয়া প্রয়োজন তা নেব। এ ঘটনায় দু’জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত চলছে। বিশেষ করে ক্যাম্পে অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলছে। তাছাড়া পুরো বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। কোন অপরাধী ছাড় পাবে না।’

এদিকে আজ গত কয়েকদিন ঘটে যাওয়া গোলাগুলি ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। তারা নিরাপত্তা চেয়ে লম্বাশিয়া ক্যাম্পের চৌ-রাস্তায় জড়ো হন। এসময় ব্যানার হাতে শত শত রোহিঙ্গা নারী ও শিশু তাদের নিরাপত্তা চান।

প্রতিবাদে অংশ নেয়া রোহিঙ্গা নারীরা বলেন, ‘কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকার পরিবেশ নেই। প্রতিটি মুহূর্তে মৃত্যুর ভয় এখানে। আমরা সবাই নির্ভয়ে ঘরে থাকতে চাই। যেসব অপরাধী ক্যাম্পের পরিস্থিতি খারাপ করেছে, তাদের আইনের আওতায় আনা হোক ।’

আরও পড়ুন: রোহিঙ্গা শিবিরে ‘গোলাগুলি’ : ৯ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

ভয়েস টিভি/এসএফ

You may also like