শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের সুগার মিলগুলোকে আধুনিকায়ন করা হবে। এতে করে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি দেশে চিনির কোনো ঘাটতি থাকবে না।
১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সুগার মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সারাদেশে ১৬টি সুগার মিল রয়েছে। এগুলো অনেক প্রাচীন। যখন বঙ্গবন্ধুর প্রথম মন্ত্রীসভা গঠন হয় তখনকার এসব মিল। দীর্ঘদিন এসব মিল চলছে। মিলগুলোর মালামাল ও কাঁচামালের অভাব হচ্ছে। এ কারণে সারাবছর মিল চালানো সম্ভব হচ্ছে না। তাই এসব মিল প্রায় বন্ধের পথে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা যেসব সুগার মিল পুরোনো হয়ে গেছে সেগুলো আধুনিকায়ন করে পুরো উদ্যোমে চালু করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা মিল পরিদর্শন করছি এবং কিভাবে আধুনিক করে চালানো যায় এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
এসময় উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, শিল্প মন্ত্রণালয়ের চেয়ারম্যান মোস্তাফিজ রহমান, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মুহাম্মদ মনিরুজ্জামান মনির।
ভয়েস টিভি/এসএফ