Home জাতীয় টিএসসিকে আরও আধুনিক করা হবে: প্রধানমন্ত্রী

টিএসসিকে আরও আধুনিক করা হবে: প্রধানমন্ত্রী

by Shohag Ferdaus
জাতিসংঘে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রকে (টিএসসি) নতুনভাবে গড়ে তোলা হবে। একইসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে পাঁচ হাজার রোগী ধারণক্ষমতা সম্পন্ন আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে।

২ সেপ্টেম্বর বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান প্রধানমন্ত্রী।

এসময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের যেসব ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি নেই সেসব যায়গায় পুর্ণাঙ্গ কমিটি দয়োর নির্দেশ দেন।

এসময় প্রধানমন্ত্রী ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন হলগুলো সংস্কার করা হবে। একইসঙ্গে সংস্কার করা হবে বিশ্ববিদ্যালয়ের পুকুরগুলো। পাবলিক লাইব্রেরিকে ডিজিটাল ও আধুনিক করে উন্নত করা হবে, যুক্ত হবে ডিজিটাল ব্যবস্থা।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দলের সম্পাদকমণ্ডলীর সভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ভয়েস টিভি/এসএফ

You may also like