মহা ধুমধামে চলছে বিয়ের আয়োজন। অল্প কিছুক্ষণের মধ্যেই বধূ সেঁজে আদরের মেয়েটি যাবে শ্বশুর বাড়ি। নানা গানে বেজে চলেছে সাউন্ড বক্স। অন্যদিকে চলছে অতিথি আপ্যায়ন।
হঠাৎ বেরসিক সাউন্ড বক্স বন্ধ হয়ে যায়। সেটা ঠিক করতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয় মেয়েটির চাচা। এ যেন আনন্দে বিষাদ!
ঘটনাটি ২২ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শালবাহান ইউনিয়নের লোহাকাচী গ্রামে বিয়ে বাড়িতে ঘটে।
নিহত জাহিরুল (২৭) ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে ও কনের চাচা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ে বাড়িতে ছেলে-মেয়েরা সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ করছিল। হঠাৎ সাউন্ড বক্স বন্ধ হয়ে যাওয়ায় চাচা জাহিরুল মেরামত করতে যান। সেখানে একটি তারের সংযোগ ছিড়ে থাকতে দেখে।
এসময় সংযোগ লাইন ঠিক করতে রাবার থেকে তারের কিছু অংশ বের করার জন্য মুখে নিলে বিদ্যুৎস্পৃষ্ট হন জাহিরুল। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত গোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিঞা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সব আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভয়েস টিভি/এমএইচ