Home বিশ্ব মিয়ানমারে আনন্দ মিছিল থেকে বিদেশি সাংবাদিকদের ওপর হামলা

মিয়ানমারে আনন্দ মিছিল থেকে বিদেশি সাংবাদিকদের ওপর হামলা

by Shohag Ferdaus
মিয়ানমারে

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের সমর্থনে ছোট ছোট কিছু গোষ্ঠী আনন্দ মিছিল করেছে। খবর বিবিসি।

সুলে প্যাগোডার কাছে সামরিক বাহিনী সমর্থিত কিছু গোষ্ঠী আনন্দ মিছিল থেকে স্থানীয় এবং বিদেশি সাংবাদিকদের ওপর হামলা করেছে।

ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে সাংবাদিকদের মারধর করতে দেখা গেছে।

ইয়াঙ্গনের প্রধান সড়কে ট্রাকে করে পতাকা হাতে সেনা সমর্থকদের ঘুরে বেড়াতে দেখা গেছে।

নাইপেদোর উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর আগ্নেয়াস্ত্র, ট্যাংক এবং হেলিকপ্টার উড়তে দেখা গেছে। একই এলাকায় পার্লামেন্টে যাওয়ার প্রধান প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে সামরিক বাহিনী।

একই সঙ্গে মিয়ানমারে ইন্টারনেট ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দেশটির সব ব্যাংকও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে এ সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘসহ অধিকাংশ দেশ। এছাড়াও অভ্যুত্থানের প্রতিবাদে জাপানে বিক্ষোভ হয়েছে।

দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি দেশটির মানুষকে রাস্তায় নেমে এসে সামরিক জান্তার বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থানের আহ্বান জানিয়েছেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like