Home সারাদেশ ফরিদপুরে কৃষক লীগের আনন্দ র‌্যালি

ফরিদপুরে কৃষক লীগের আনন্দ র‌্যালি

by Newsroom

ফরিদপুরে সরকারের ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধিদের সম্পৃক্ত করায় আনন্দ র‌্যালি করা হয়েছে।

২৪ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা কৃষক লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি করে। র‌্যালিটি মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন,  জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম, প্রফেসর আবুল কাশেম, অ্যাড. প্রদীপ দাস লক্ষণ, জেলা পরিষদ সদস্য শেখ আক্তার হোসেন প্রমুখ।

এর আগে নেতৃকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় দলীয় নেতাদের কুপিয়ে জখমের অভিযোগে গ্রেফতার ২

সমাবেশে সরকার ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধিদের সম্পৃক্ত করার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্য মন্ত্রীকে ধন্যবাদ জানান নেতৃবৃন্দ।

ভয়েস টিভি/এমএইচ

You may also like