Home জাতীয় আনিসুল হকসহ ৫ জনের জামিন

আনিসুল হকসহ ৫ জনের জামিন

by Newsroom
আনিসুল হকসহ

ঢাকা: কিশোর আলোর অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরারের (১৫) মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর যুগ্ম সম্পাদক আনিসুল হকসহ ৫ জনকে জামিন দিয়েছেন আদালত।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় প্রত্যেকের জামিন আবেদন মঞ্জুর করেন।

ওই মামলায় আনিসুল হক ছাড়া অন্য আসামিরা হলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।

এর আগে ২ সেপ্টেম্বর বুধবার স্কুলছাত্র আবরার হত্যা মামলায় কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের আদেশ দেন আদালত। গ্রেপ্তাতারি পরোয়ানা জারি থাকায় ও তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় গ্রেপ্তাতারি আইনি বাধা নেই বলেও জানানো হয়।

এদিকে ছেলের মৃত্যুর বিচার চাইলেন আবরারের বাবা। রেসিডেন্সিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্র নাঈমুল আবরারকে নিয়ে হয়তো অনেক স্বপ্নের জাল বুনেছিলেন তিনি। এখন সন্তানের মৃত্যুর বিচারই তার একমাত্র চাওয়া।

গত বছরের ১ নভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে প্রথম আলোর সহযোগী প্রকাশনা ‘কিশোর আলো’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানের জন্য টানা বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয় শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাত। পরে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর ৬ নভেম্বর নাঈমুল আবরারের বাবা মজিবুর রহমান বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। আদালত সেদিন নালিশি মামলাটি আমলে নিয়ে মোহাম্মদপুর থানাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে শিক্ষার্থী নাঈমুল আবরারের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করে।

আয়োজকদের অবহেলায় আবরার মৃত্যু হয়েছে এমন দাবিতে রাজপথেও নামে সহপাঠী ও স্কুলের সাধারণ শিক্ষার্থীরা। এ মামলায় প্রথম আলো সম্পাদকসহ ৫ আসামি জামিনে আছেন। আগামী ২০ সেপ্টেম্বর এ মামলার পরবতী দিন ধার্য করা হয়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like