Home খেলার খবর গাভাস্কারের ‘চটুলতায়’ চটেছেন আনুশকা

গাভাস্কারের ‘চটুলতায়’ চটেছেন আনুশকা

by Shohag Ferdaus
আনুশকা

বিরাট কোহলির সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার সুনীল গাভাস্কারের করা এক মন্তব্যে চটেছেন আনুশকা শর্মা। সুনীল গাভাস্কারের ‘লাগামহীন’ মন্তব্য অসভ্যতার সামিল বলেও মনে করেন এই অভিনেত্রী।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের সময় কোহলির অনুশীলনের ঘাটতি নিয়ে কথা বলেন গাভাস্কার। সে সময়ের ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যেখানে আকাশ চোপড়ার উদ্দেশে গাভাস্কারকে বলতে শোনা যায়, ‘সে (কোহলি) চায়…সে জানে, সে যত বেশি অনুশীলন করবে তত ভালো করতে পারবে। এত দিন লকডাউন ছিল, এই সময়ে সে কেবলই অনুশীলন করেছে আনুশকার বোলিংয়ে। যা তার খুব বেশি কাজে আসবে না।’‌

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর বিরক্ত আনুশকা বলেন, ‘মিস্টার গাভাস্কার আপনাকে আমি শ্রদ্ধা করি। ভারতীয় ক্রিকেট ইতিহাসের একজন কিংবদন্তী তারকা আপনি। তাই আপনার মুখ থেকে এমন মন্তব্য আসায় আরও বেশি আহত করেছে। আপনার মন্তব্য অসভ্যতার সামিল।’

আরও পড়ুন: আনুশকা-বিরাটের পরিবারে আসছে নতুন অতিথি

‘একজন ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আপনি ক্রিকেট নিয়ে কথা বলবেন এটাই স্বাভাবিক। বিরাটের ভালো পারফর্মেন্সের প্রশংসা করবেন, খারাপ হলে সমালোচনা করবেন এটাও স্বাভাবিক। কিন্তু এমন চটুল মন্তব্য আপনার মতো মানুষের মুখে শোভা পায় না।’ -যোগ করেন আনুশকা।

গাভাস্কারের প্রতি সম্মান কমেনি এমন ইঙ্গিত দিয়ে আনুশকার ভাষ্যে উঠে আসে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার কথা। ইনস্টাগ্রামে গাভাস্কারের কাছে এই কর্মকাণ্ডের ব্যাখাও চেয়েছেন বিরাটপত্নী।

লকডাউনের সময় বাড়ির ছাদে আনুশকার থ্রোডাউনের বিপক্ষে কোহলির ব্যাটিং অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই ভিডিও ক্লিপের সূত্র ধরেই হয়তো এমন মন্তব্য গাভাস্কারের।

ভয়েস টিভি/আরআর/এসএফ

You may also like