Home বিনোদন আনুশকা-বিরাটের পরিবারে আসছে নতুন অতিথি

আনুশকা-বিরাটের পরিবারে আসছে নতুন অতিথি

by Shohag Ferdaus

সুখবর দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি। আগামী বছরের শুরুতে তার প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবে।

২৭ আগস্ট বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে স্বামী বিরাট কোহলির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সুখবরটি দিয়েছেন আনুশকা। বেবি বাম্পসহ ছবিতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। নতুন অতিথি আসার খবরে দারুণ উচ্ছ্বসিত এই তারকা দম্পতি।

ছবির ক্যাপশনে আনুশকা লেখেন, ‘এবং তারপর, আমরা তিনজন! পৌঁছাবে ২০২১ সালের জানুয়ারিতে।’

আনুশকার শেয়ার করা ছবিটিতে তার গর্ভাবস্থা স্পষ্ট। পেছনে হাস্যোজ্জ্বল ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ছবিতে কালো পোলকা ডটেড ড্রেসে হাসিমুখে দাঁড়িয়েছেন আনুশকা। কিছুদিন আগেই একটি ভাইরাল ছবিকে কেন্দ্র করে উঠেছিল তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। সেই সময়ে খবরটি ধামাচাপা পড়ে গেলেও এবার আর কোনো দ্বিধাই নেই।

আবার অন্যদিকে, বর্তমানে দুবাইয়ে আইপিএল খেলার জন্যে গেছেন বিরাট কোহলি। অতএব অনুমান করাই যেতে পারে, বিরাটের দুবাই পাড়ি দেওয়ার আগেই তোলা হয়েছে এই ছবিটি।

খবরটি প্রকাশের পরপরই অনুরাগীরা বিরুস্কাকে অভিনন্দন জানাতে একদমই ভুল করছেন না।

২০১৭ সালে ৯ ডিসেম্বর সকল জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও আনুশকা শর্মা। তিন বছর পর তাদের সংসারে আসছে প্রথম সন্তান।

ভয়েস টিভি/এসএফ

You may also like