Home খেলার খবর আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি-রায়নার বিদায়

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি-রায়নার বিদায়

by Shohag Ferdaus

ভারতের সাবেক অধিনায়ক, দু’বারের বিশ্বকাপজয়ী ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। এদিকে ধোনির এ ঘোষণার পরেই অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাও।

১৫ আগস্ট শনিবার এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন ধোনি। রায়না তার অবসরের কথাও জানিয়েছেন ইনস্টাগ্রামে।

ইনস্টাগ্রাম পোস্টে ধোনি লিখেছেন, ‘আপনার গভীর ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ১৯২৯ ঘণ্টা (বাংলাদেশ সময় রাত প্রায় ৮টা) থেকে আমাকে অবসর নেয়া ক্রিকেটার হিসেবে ধরে নিন।’

ভারতীয় ক্রিকেটে ধোনির রাজত্বের সময়ে সুরেশ রায়না ছিলেন তার খুবই বিশ্বস্ত। বাঁহাতি ব্যাটসম্যান রায়না ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

ধোনিকে উদ্দেশ্য করেই লেখেন, ‘তোমার সঙ্গে খেলা খুব উপভোগ করেছি। এটা আমার জন্য গর্বের। এ যাত্রায় এবার তাহলে তোমার পথেই হাঁটি। ভারতকে ধন্যবাদ।’

ধোনি ঠিক কোন ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন তা নিশ্চিত না করলেও সংযুক্ত আওরব আমিরাতে অনুষ্ঠেয় ২০২০ আইপিএলে যেহেতু তিনি খেলবেন, তাই আন্তর্জাতিক ক্রিকেট ধরে নেয়া হচ্ছে। এরইমধ্যে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিতে সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে।

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয় ধোনিকে। তার নেতৃত্বে ঘরের মাঠে অনুষ্ঠিত ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতার স্বাদ পায় ভারত। এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরেই ভারত শিরোপা জিতে ঘরে ফেরে তার নেতৃত্বেই।

আর ২০০৫ সালের জুলাইয়ে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের মধ্যদিয়ে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রায়নার। এক বছর পর জোহান্নেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচে নামেন এই বাঁহাতি। তবে জাতীয় দলে অভিষেকের পাঁচ বছর পর (২০১০) কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের প্রথম টেস্ট খেলতে নামেন রায়না। সাদা পোশাকের ক্যারিয়ারে নিজেকে সেভাবে অবশ্য মেলে ধরতে পারেননি রায়না। ২০১৫ সাল পর্যন্ত মাত্র ১৮টি টেস্ট খেলে একটি সেঞ্চুরি ও ৭টি ফিফটিতে ৭৬৮ রান করেছেন। মূলত সীমিত ওভারেই দাপট দেখিয়েন তিনি। ২০১৮ সালে লিডসে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলা এই তারকা মোট ২২৬টি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন। যেখানে ৩৫.৩১ গড়ে ৫টি সেঞ্চুরি ও ৩৬টি হাফসেঞ্চুরিতে ৫ হাজার ৬১৫ রান করেছেন। এছাড়া টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি ও ৫টি ফিফটিতে ১৩৪.৮৭ স্ট্রাইক রেটে ১৬০৫ রান করেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি অফস্পিনে পার্টটাইম বোলার হিসেবেও হাত ঘুরিয়েছেন রায়না। যেখানে তিন ফরম্যাট মিলিয়ে তিনি ৬২টি উইকেট নিয়েছেন।

ভয়েম টিভি/স্পোর্টস ডেস্ক/এসএফ

You may also like