Home শিক্ষাঙ্গন আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ চুয়েট

আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ চুয়েট

by Shohag Ferdaus
আন্তর্জাতিক ডিজাইন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের একটি দল আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা পেয়েছে।
ভারতে অনুষ্ঠিত ‘সুন্দর বাড়ি’ শীর্ষক এ আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছে চুয়েটের ওই দলটি। প্রতিযোগিতায় চুয়েট শিক্ষার্থীদের উপস্থাপিত প্রজেক্টের নাম ‘শেল-টার’।

বিজয়ী দলের সদস্যরা হলেন, অনিরুদ্ধ দে নিলয়, মাহজেরীন সুলতানা ঐশী ও আবুল হাসান সিকদার রাহাত। ১৫ আগস্ট শনিবার প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল অনলাইনে ঘোষণা করা হয়।

ভারতের বিশ্বব্যাপী স্থাপত্য, পরিকল্পনা, ডিজাইন ও নগর অধ্যয়ন বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সার্চ ফর ট্রাস্ট’ (Search for Trust) উক্ত প্রতিযোগিতার আয়োজন করে।

এতে ২৯৩ টি দলের সমন্বয়ে প্রায় সাড়ে ৮০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। চুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জি.এম. সাদিকুল ইসলাম বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে চুয়েটের স্থাপত্য বিভাগের এই সফলতা অব্যাহত রাখার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like