Home রাজনীতি ‘গত ১১ বছর আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি’

‘গত ১১ বছর আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি’

by Shohag Ferdaus
ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি বিগত ১১ বছর ধারাবাহিকভাবে আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। তাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির খবর নেন।’

১১ অক্টোবর রোববার বিআরটিসির সদর দফতরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের সময় ওবায়দুল কাদের এ কথা বলেন।

বিএনপির আন্দোলনে জনগণের আস্থা নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানুষের সাড়া না পেয়ে বিএনপি বার বার ব্যর্থ হয়েছে। তারা কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের ওপর ভর করেছে।

ওবায়দুল কাদের বলেন, ‘জণগণের সম্পৃক্ততা যদি কোনো আন্দোলনে না থাকে তাহলে সে আন্দোলন ব্যর্থ হতে বাধ্য।’

তিনি বলেন, নারী নির্যাতনসহ যে কোনো অপরাধের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তবে আন্দোলনের নামে সহিংসতা ছড়ালে তা প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ার করেন।

শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো প্রকার বাধা দেবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলনের নামে পরিস্থিতি নষ্ট করতে চাইলে, সহিংসতা ছড়ালে জণগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।’

পদ্মাসেতু প্রসঙ্গে তিনি বলেন, ‘পদ্মাসেতুর ৩২তম স্প্যান আজ সকালে বসানো হয়েছে ৷ এই সেতু এখন ৪ হাজার ৮ শ’ মিটার দৃশ্যমান হয়েছে।’

আরও পড়ুন: করোনায় প্রতিটি মৃত্যুর দায় ট্রাম্পের: জো বাইডেন

ভয়েস টিভি/এসএফ

You may also like