Home শিক্ষাঙ্গন ছাত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ, গবি’র রেজিস্ট্রার স্থায়ী বরখাস্ত

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ, গবি’র রেজিস্ট্রার স্থায়ী বরখাস্ত

by Shohag Ferdaus
আপত্তিকর

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁস হওয়াসহ নানা অপকর্ম ও অনিয়মে অভিযুক্ত সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে ৮ সেপ্টেম্বর বিকেলে ২৬ মিনিট ৩২ সেকেন্ডের ফোনালাপ ফাঁস হয়। ফোনালাপে রেজিস্ট্রার ওই শিক্ষার্থীকে বিভিন্ন ধরণের আপত্তিকর কথাবার্তা বলেন এবং অবৈধ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। রেকর্ডিংটি করোনার আগের বলে জানা যায়।

প্রাপ্ত রেকর্ডিংয়ে রেজিস্ট্রার ওই ছাত্রীকে বলেন, ‍হালকা কিস দেয়া, বুকে নেয়া, তেমন কিছু নাহ! তেমন কিছু কী? …আমি কত আগ্রহ নিয়ে আসছি। একাডেমিক ভবনে মিটিং রেখে তাড়াতাড়ি চলে আসছি। তোমার বোঝা উচিত ছিল লোকটা তাড়াহুড়ো করে আসছে। একটু আদর দিয়ে দেই। …নদীর পাড়ে বসব, শেখাব। এরপর রুমে রেস্ট নিব। কিছু ঘটবে। দুটো মানুষ একসঙ্গে রেস্ট নিলে তো কিছু ঘটবার সম্ভাবনা থাকে! নাহ!

রেকর্ডিংয়ে রেজিস্ট্রার ছাত্রীকে বলেন, একটা যুবক-যুবতী যদি এক সঙ্গে থাকে, তখন কি হয় তুমি বুঝো না? ভালোবাসা গভীর হয়। একটা আত্মা আরেকটা আত্মার সাথে মিশে যায়। সে সুখ স্বর্গীয় সুখ, যেটা কিনতে বা খেতে পাওয়া যায় না।

ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে তিনি আরও বলেন, কবে যাবা? আগামী অক্টোবর ৬/৭ তারিখের দিকে। আমরা সকালে যাব বিকেলে ফিরে আসব। আমার গাড়ি আছে সমস্যা হবে না।

এছাড়া রেজিস্ট্রার যৌন সম্পর্কের বিষয়ে ঐ ছাত্রীকে এমন কিছু কথাবার্তা বলেন, যা ভাষায় প্রকাশযোগ্য নয়।

২০১৭ সালেও রেজিস্ট্রারের বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী যৌন নিপীড়ন সংক্রান্ত একটি অভিযোগ ইউজিসিতে দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে তখন তদন্ত কমিটি গঠন করে অভিযোগের বিষয়ে রেজিস্ট্রারের কাছে জবাব চাওয়া হয়। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানায় ইউজিসি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাধিক নারী শিক্ষক রেজিস্ট্রার কর্তৃক নানাভাবে হয়রানির শিকার হয়েছেন অভিযোগ রয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like