Home বিশ্ব উড়ন্ত আপেলে দাঁত গেথে অন্যরকম বিশ্বরেকর্ড

উড়ন্ত আপেলে দাঁত গেথে অন্যরকম বিশ্বরেকর্ড

by Mesbah Mukul

যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ ক্যাচিংয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। তবে ক্রিকেটের বল ধরে নয়, আপেল দাঁতে গেঁথে। সহযোগী জোনাথন হ্যানন ১৫ ফুট দূর থেকে একের পর এক আপেল ছুড়েছেন ডেভিড রাশের দিকে। এক মিনিটের মধ্যে পর পর ৪৯টি আপেল হাতের ব্যবহার না করে শুধু দাঁতে ধরে এই রেকর্ড গড়েন তিনি।

ডেভিড রাশের বাড়ি যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইডাহোতে। এর আগেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে ডেভিড রাশের। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের বিভিন্ন বিষয়ে (এসটিইএম শিক্ষা) তিনি দুই শতাধিক বিশ্বরেকর্ড গড়েছেন।

এর আগে ১ মিনিটে সর্বোচ্চ ৪৭টি আপেল দাঁতে গেঁথে ক্যাচ ধরার বিশ্বরেকর্ড ছিল। নির্ধারিত সময়ে সেটির চেয়ে অতিরিক্ত দুটি আপেল ক্যাচ ধরেছেন ডেভিড রাশ। এর মধ্য দিয়ে নতুন আরেকটি বিশ্বরেকর্ড করেন তিনি। তবে এই কাজের জন্য রক্তাক্ত হতে হয়েছে ডেভিড রাশকে। একেকটি আপেল যখন মুখের ওপর পড়ছিল, তখন তার ঠোঁটের ভেতরের অংশ ও গালে আঘাত লাগে। সেখান থেকে রক্ত বের হয়।

আরও পড়ুন : দিনে কয়টি আপেল খাওয়া ঠিক?

ভয়েসটিভি/এমএম

You may also like