Home জাতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সমন্বয়ক আবদুল হান্নান আর নেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সমন্বয়ক আবদুল হান্নান আর নেই

by Newsroom

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না….রাজিউন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

২৯ নভেম্বর রোববার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম সনাউল হক।

তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে গত ৯ সেপ্টেম্বর আব্দুল হান্নানকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে করোনা পরীক্ষায় তাঁর ‘পজিটিভ’ আসে। অবশেষে আজ তিনি চির বিদায় নিলেন।

২০১১ সালের ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় যুক্ত হন এম আবদুল হান্নান খান।

অতিরিক্ত ডিআইজি পদ থেকে অবসর গ্রহণকারী এই অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা এর আগে বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলার তদন্তেও প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

ভয়েস টিভি/টিআর

You may also like