Home বিনোদন আবারও বিয়ের পিঁড়িতে শমী

আবারও বিয়ের পিঁড়িতে শমী

by Newsroom

মঞ্চ ও টেলিভিশনের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার আবারও বসেছেন বিয়ের পিঁড়িতে। পাত্র রেজা আমিন সুমন নামে একজন ব্যবসায়ী। শমীও এখন অভিনয় ছেড়ে পুরোদস্তুর ব্যবসায়ী। রয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এবং এফবিসিসিআই এর পরিচালক পদে ।

রাজধানীর ইস্কাটনে শমীর বাসায় শুক্রবার রাতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মীরা।

এটি শমী কায়সারের তৃতীয় বিয়ে। এর আগে পশ্চিমবঙ্গের চিত্র পরিচালক রিঙ্গর সাথে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। নানা কারণে সেটি ভেঙ্গে যাওয়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক আরাফাতকে বিয়ে করেছিলেন তিনি।

শমীর অভিনয়ে অভিষেক ঘটে নব্বই দশকের শুরুর দিকে। পরিচালক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় তিন পর্বের ধারাবাহিক নাটক ‘যত দূরে যাই’-এ অভিনয় করে দর্শকদের মাঝে পরিচিতি পান তিনি।

পরে নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, অন্তরে নিরন্তরে, স্বপন, ঠিকানাসহ দর্শকপ্রিয় বহু নাটকে অভিনয় করেছেন শমী কায়সার।

নাটকের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন শমী; ধানসিঁড়ি প্রোডাকশন নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তার।

ভয়েস টিভি/আরআর/এমএইচ

You may also like