Home বিশ্ব পাকিস্তানি ভিসার আবেদন করতে গিয়ে ১৫ আফগান নিহত

পাকিস্তানি ভিসার আবেদন করতে গিয়ে ১৫ আফগান নিহত

by Shohag Ferdaus
আফগান

পাকিস্তানের ভিসার আবেদন করতে গিয়ে আফগানিস্তানের দেশটির কনস্যুলেটের কাছে পদদলিত হয়ে ১১ নারীসহ ১৫ জন মারা গেছেন। ২১ অক্টোবর বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছ, জালালাবাদের একটি স্টেডিয়ামে কয়েক হাজার আফগান নাগরিক ভিসার আবেদন করতে জড়ো হয়। এসময় পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের পর হুড়োহুড়ি শুরু হয়। এসময় পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহতের সঠিক হিসাব এখনো পাওয়া যািয়নি।

এটি কিসের বিস্ফোরণ তা এখনো জানতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনা এলাকার কাউন্সিল মেম্বার সোহরাব কাদেরী জানিয়েছেন, আরও অনেকে আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন নারী থাকার পাশাপাশি কয়েক জন সিনিয়র সিটিজেন রয়েছেন।

আরেক জন কর্মকর্তা বলেছেন, পাকিস্তানে যাওয়ার ভিসার আবেদন করতে ৩ হাজারের বেশি আফগান জড়ো হয়েছিলেন।

কনস্যুলেটের সামনে ভিড় এড়াতে ভিসা অফিস থেকে পাশের একটি ফুটবল মাঠে যেতে বলা হয় সবাইকে। করোনার কারণে সাত মাস বন্ধ থাকার পর এদিনই প্রথম ভিসা অফিস খোলা হয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like