Home শিক্ষাঙ্গন ইবির নতুন উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

ইবির নতুন উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

by Shohag Ferdaus
উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ড. শেখ আব্দুস সালামকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১২তম উপাচার্য অধ্যাপক রাশীদ আসকরীর মেয়াদ শেষ হয় গত ২০ আগস্ট। এর এক মাসেরও বেশি সময় পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শ্রেষ্ঠ এ বিদ্যাপীঠ নতুন অভিভাবক পেলো। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, ‘আমি একটু আগেই বিজ্ঞপ্তিটির একটি কপি পেয়েছি। আগমীকাল যোগদান করার ইচ্ছা আছে।’

ভয়েস টিভি/এসএফ

You may also like