Home সারাদেশ ভোলায় আমনের বাম্পার ফলন

ভোলায় আমনের বাম্পার ফলন

by Newsroom

ভোলায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষকরা। কৃষকের বিস্তীর্ন ফসলের ক্ষেতে এখন পাকা ধানের সমারোহ। ধান কাটা ও মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন চাষীরা।

বাজারে দাম ভালো পেলে বিগত সময়ের লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে জানিয়েছেন কৃষকরা।

কৃষকরা জানান, কয়েক দফা প্রকৃতিক দুর্যোগের কারণে অনেকেই ফলন নিয়ে বেশ চিন্তিত ছিলেন। কিন্তু ধানের ফলন ভালো হওয়ায় কৃষকদের দুশ্চিন্তা কেটে গেছে। ফসলের ক্ষেতে রোগ কিংবা পোকার কোন আক্রমণ ছিলো না। তাই একদিকে যেমন উৎপাদন ভালো হয়েছে অন্যদিকে বজার দাম নিয়েও আগাম খুশি তারা।

এদিকে কৃষি বিভাগ বলছে, ফলন ভালো হওয়ায় এ বছর ধানের উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে গেছে। ধান চাষে কৃষকদের আগ্রহ আরো বেড়ে গেছে।

ধান চাষী ওমর আলী বলেন, ধান পেকে গেছে এক সপ্তাহের মধ্যে কাটবো। আশা করি এবার বিঘা প্রতি ২০-২৫ মণ ধান উৎপাদন হবে। এবার ফলন অনেক ভালো।

ভেলুমিয়া এলাকার ধান চাষী মো. খলিল বলেন, গত বছরের তুলনায় ধানের ফলন অনেক ভালো, আগামী ১০ দিনের মধ্যে ধান কাটা শুরু করবো। তবে কিছুটা ধান পোকার আক্রমণ করলেও তাতে তেমন ক্ষতি হবে না। কারন এ বছর ধানের বাজার দাম অনেক ভালো আছে, ফলনও অনেক ভালো। আশা করি লাভবান হতে পারবো।

ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামের কৃষক শাজাহান বেপারী বলেন, ৫ একর জমিতে আমন ধানের আবাদ করেছি। এ বছর ধানের ফলন অনেক ভালো। বাজার দাম ভালো পেলে বিগত বছরর লোকসান পুশিয়ে উঠতে পারবো।

এ ব্যাপারে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাসেদ হাসনাত বলেন, দুই দফায় প্রকৃতিক দুর্যোগে এবার ফলনের কোন ক্ষতি হয়নি। বিগত বছরের চেয়ে এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। এ বছর হেক্টর প্রতি ৩ মেট্রিক টন উৎপাদন হচ্ছে। ফলন ভালো হওয়ায় কৃষকদের আমন আবাদে আরো আগ্রহ বেড়ে গেছে।

আরও পড়ুন : ‘ভাস্কর্য নিয়ে মনগড়া ব্যাখ্যা দেশের সংস্কৃতির জন্যে চ্যালেঞ্জ’

জেলা কৃষি অফিস জানান, এ বছর আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৯ হাজার ২৮০ হেক্টর। তার বিপরীতে আবাদ হয়েছে এক লাখ ৭৯ হাজার ৩৭৮ হেক্টর। যা থেকে ৫ লাখ ৭৪ হাজার ১০ মেট্রিক টন চাল উৎপাদন হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like