Home সারাদেশ সৈয়দপুরে আমন ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ

সৈয়দপুরে আমন ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ

by Newsroom

নীলফামারীর সৈয়দপুরে আমন ক্ষেতে বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা হানা দিয়েছে। ক্ষেত থেকে ক্ষেতে ছড়িয়ে পড়ছে। এতে শঙ্কায় পড়েছেন ভুক্তভোগী কৃষকরা।

কৃষি বিভাগ জানায়, চলতি বছর উপজেলার পাঁচটি ইউনিয়নে আট হাজার ২৭৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অতিবৃষ্টি, জলাবদ্ধতা, বন্যাসহ বিভিন্ন কারণে আমন ফসলের কিছুটা ক্ষতি হয়। এর উপর সম্প্রতি আমন ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বোতলাগাড়ি ইউনিয়নের বুদ্ধির বাজার, কালার বাজার, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাতপাই, কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মোত্তর এলাকায় বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ দেখা গেছে। এসব পোকা উঠতি আমন ধানের মাজা ও শীষ কেটে দিচ্ছে। জমি বিবর্ণ হয়ে পড়েছে। ফলে গাছ থাকলেও ফলন মিলবে না বলে মনে করছেন কৃষকরা।

কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কৃষক ওয়াজেদ আলী জানান, আমার দুই বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। কিন্তু ক্ষেতে কারেন্ট পোকা আক্রমণ করেছে।
গ্রামের অন্যান্য কৃষকের ক্ষেতও আক্রান্ত হয়েছে কারেন্ট পোকায়।

আরও পড়ুন: এবার টেকনাফে পঙ্গপালের মতো পোকার আক্রমণ

বোতলাগাড়ি ইউনিয়নের কৃষক অজয় রায় বলেন, কী কইম ব্যাহে, কারেন্ট পোকা হামাক শেষ করি দেয়ছে। দাওয়া (ওষুধ) ছিটিয়েও কাম হয়ছে না।

মৌসুমের শুরুতে বন্যা, অতিবৃষ্টিতে আমনের ক্ষতি হয়েছে। এর ওপর কারেন্ট পোকার আক্রমনে ব্যাপক ক্ষতি হতে পারে বলে মনে করছেন এই কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, বিরুপ আবহাওয়ার কারণে পোকার আক্রমণ দেখা দিয়েছে। তবে নিয়ন্ত্রণে রয়েছে। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা কাজ করছেন। চিন্তার কোন কারণ নেই।

ভয়েস টিভি/এমএইচ

You may also like