Home সারাদেশ ঠাকুরগাঁওয়ে আমন ধান রোপণে ব্যস্ত কৃষকরা

ঠাকুরগাঁওয়ে আমন ধান রোপণে ব্যস্ত কৃষকরা

by Newsroom
আমন ধান

ঠাকুরগাঁও: চলছে আমন ধান রোপণের ভরা মৌসুম। ঠাকুরগাঁওয়ে আমন ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে জমি পরিচর্যার কাজে ব্যস্ত তারা।
এবার আষাঢ়ের শুরু থেকেই বৃষ্টি শুরু হওয়ায় আমন ধান চাষে ব্যস্ত হয়ে পড়েছেন চাষীরা।

এ বছর জেলায় ৩৫ হাজার ৮৪০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। এরমধ্যে উফশী জাতের ধান ২৮ হাজার ৪০০ হেক্টর, হাইব্রিড জাতের ধান ৬ হাজার ৯৩০ হেক্টর ও স্থানীয় জাতের ধান ৫১০ হেক্টর জমিতে রোপন করা হয়েছে। আমন ধানের ন্যায্য মূল্যে পেলে বিগত সময়ের লোকসান পুষিয়ে নিতে পারবে বলে মনে করছে কৃষকরা।

এদিকে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন বলেন, এবার ভাল বৃষ্টিপাত হচ্ছে যা আমন ধান রোপণের উপযুক্ত সময়। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবার আমনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বছর ঠাকুরগাঁও জেলায় আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৮৯৫ হাজার হেক্টর জমিতে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লক্ষ ৫ হাজার ৬১৯ মেট্রিক টন।

ভয়েস টিভি/জেলা প্রতিনিধি/ নিউজ ডেস্ক/সাম্মা/তৌহিদ

You may also like