Home চিকিৎসা আমিনুল ওএসডি, নতুন পরিচালক ফরিদ

আমিনুল ওএসডি, নতুন পরিচালক ফরিদ

by Amir Shohel

ঢাকা : স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডা. ফরিদ হোসেন মিয়াকে। তিনি যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২১ জুলাই বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা যায়।

এর আগে, বুধবার অনুমোদনহীন হাসপাতাল রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে আমিনুলের দিকে অভিযোগের আঙুল ওঠে। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, এই আমিনুল হাসানই গত ২১ মার্চ রিজেন্ট হাসপাতালের চুক্তি বিষয়ক চিঠিতে লেখেন, ‘সচিব স্যারের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়।’

বৈশ্বিক মহামারি করোনাকালে নানা রকম কর্মকাণ্ডে সমালোচনার মুখে পড়ে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে মাস্ক, পিপিই ক্রয়ে দুর্নীতি এবং লাইসেন্সের মেয়াদ হওয়া রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করা অন্যতম। এর জেরে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম পদত্যাগ করেছেন। ২১ জুলাই মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ পদত্যাগপত্র জমা দেন।

অধিদপ্তরের ডিজির পদত্যাগপত্র গ্রহণ করার প্রক্রিয়াও শুরু করেছে মন্ত্রণালয়।

অন্যদিকে, বিষয়টি নিয়ে সচিবালয়ে তথ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ অধিদপ্তরকে ঢেলে সাজাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/এএস

You may also like