সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে গোটা এলাকাজুড়ে। ঘুরে ফিরে সবার মুখে মুখে কে বা কারা চালানো এই হত্যাযজ্ঞ। তবে সেই প্রশ্নের এখনো কোন উত্তর মেলেনি। ঘটনায় জড়িত সন্দেহে নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। তবে তিনি দাবি করেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন।
১৫ জুলাই বৃহস্পতিবার ভোর রাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিষা গ্রামে গলা কেটে হত্যা করা হয় মাছের ঘের ব্যবসায়ী মো. শাহিনুর রহমান (৪০), মা সাবিনা খাতুন (৩০), তাদের সন্তান সিয়াম হোসেন মাহী (৯) ও তাসমিন সুলতানাকে (৬)। এই পরিবারের ছয় মাসের শিশু মারিয়া সুলতানাকে মায়ের লাশে পাশে ফেলে রেখে যায় খুনীরা। এ ঘটনায় নিহত শাহিনুর রহমানের শাশুড়ি ময়না বেগম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনার দিন সকালেই জিজ্ঞাসাবাদের জন্য নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুলকে হেফাজতে নেয় পুলিশ। রাতে মামলাটি নথিভুক্ত হওয়ার পর তদন্তভার চলে যায় সিআইডি পুলিশের হাতে। শুক্রবার বিকেল ৩টার দিকে ওই হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠাই সিআইডি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন জানানো হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে আদালতে সাংবাদিককে উদ্দেশ্য করে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি রায়হানুল ইসলাম বলেন, আপনারা লিখবেন না এ কাজের সঙ্গে আমি জড়িত। আমি এই সংক্রান্ত বিষয় কিছুই জানি না।
এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শনিবার বেলা ১১টায় নিহতের বাড়ি সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কের পাশে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে হেলাতলা ইউপি সদস্য আব্দুস সাত্তার, সোহরাব হোসেন, মহিলা ইউপি সদস্য মমতাজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, নিহত শাহিনুরের মা শাহিদা খাতুন, বোন আছিয়া খাতুন বক্তব্য রাখেন।
মানববন্ধনে নিহত শাহিনুর রহমানের বোন আছিয়া খাতুন বলেন, এই ঘটনায় আমার ছোট ভাই জড়িত নয়। পুলিশ ছোট ভাই রায়হানুলকে গ্রেফতার করে রিমা-ের আবেদন জানিয়েছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে, রায়হানুলকে মুক্তির দাবি করছি। আমাদের ভাইবোনদের মধ্যে ভালো সম্পর্ক। সে এই কাজ করতে পারে না। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমরা চাই, প্রকৃত আসামিরা গ্রেফতার হোক আইনের আওতায় আসুন।
সাতক্ষীরা সিআইডির বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নিহতের ছোট ভাই রায়হানুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার দশ দিনের রিমাণ্ড চাওয়া হয়েছে। এছাড়া এই মামলায় এখনো অন্য কাউকে গ্রেফতার করা হয়নি।
গ্রেফতার রায়হানুল ঘটনায় জড়িত রয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এখনো বলার মত কিছু হয়নি। তদন্ত চলছে। রহস্য উন্মোচিত হলে জানানো হবে।
ভয়েসটিভি/এএস