Home বিনোদন বঙ্গকন্যাকে নিয়ে আমেরিকার ট্যালেন্ট হান্টে লড়বেন রেলকর্মীর ছেলে

বঙ্গকন্যাকে নিয়ে আমেরিকার ট্যালেন্ট হান্টে লড়বেন রেলকর্মীর ছেলে

by Shohag Ferdaus
ট্যালেন্ট হান্টে

রেলের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নাচে হাতেখড়ি। কচি সেই হাত-পায়ের আঙ্গিক যে একদিন বিশ্বের তাবড় নাচিয়েদের পিছনে ফেলে দেবে, তা বিশ্বাস করতে পারেননি রেলকর্মী জগদীশ্বর রাও।

২৩ সেপ্টেম্বর বুধবার ভোর সাড়ে ৫টায় আমেরিকার সবচেয়ে বড় রিয়্যালিটি শো ‘আমেরিকা’স গট ট্যালেন্ট’র চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছেন ভারতের ইস্ট কোস্ট রেলের জুনিয়র ক্লার্ক জগদীশ্বর রাওয়ের ছেলে সুমন্ত মরজু।

সুমন্তর সঙ্গে নাচে অংশ নিচ্ছেন আরেক বঙ্গকন্যা সোনালি। রেলকর্মীর ছেলের এই কৃতিত্বে খুশি রেলমন্ত্রী থেকে বোর্ড চেয়ারম্যান। এরা সবাই সুমন্ত-সোনালিকে শুভেচ্ছা জানিয়েছেন।

সুমন্ত ভুবনেশ্বর রেল বিহার আবাসনের বাসিন্দা হলেও, বহু বছর কলকাতায় রয়েছেন। বাবা জগদীশ্বর রাও জানিয়েছেন, ভুবনেশ্বর নাচের অনুশীলনের বিশেষ জায়গা না থাকায় কলকাতা বিভাস অ্যাকাডেমিতে অনুশীলন করছিলেন। তাই কলকাতাতেই থাকত সে। ২০১২ সালে ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ ও ২০১৩ সালে ‘ঝলক দিখলা যা’ তে চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতায় অনুশীলন শুরু করে I পরে চলতি বছরের মার্চে প্রথম আমেরিকার এই শোতে সে চান্স পেলেও মুম্বইতে দুটি শো হয়। বুধবার সকালে তারই ফাইনাল শো দেখবেন বিশ্ববাসী।

ভয়েস টিভি/এসএফ

You may also like