Home পশ্চিমবঙ্গ আম্পানের ক্ষতির খবর নিতে মমতাকে ফোন দিলেন শেখ হাসিনা

আম্পানের ক্ষতির খবর নিতে মমতাকে ফোন দিলেন শেখ হাসিনা

by Newsroom

ভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ফোন করে ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি সহমর্মিতা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেন। বুধবার ভারতের পশ্চিমবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। লণ্ডভণ্ড করে দিয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলী এবং পশ্চিম মেদিনীপুরের অনেক এলাকায়। হাজার হাজার কাঁচা বাড়ি ও গাছপালা ভেঙে গেছে আম্পানের ভয়াল থাবায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন মারা গেছে কলকাতায়। এদিকে, বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা ও সুন্দরবন অংশের ওপর আঘাত করে আম্পান। উপকূলীয় জেলাগুলোতে ঝড়ের তীব্রতায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

You may also like