Home সারাদেশ আম্পানে ক্ষতিগ্রস্ত হাতিয়ার বেড়িবাঁধ এখনো মেরামত হয়নি

আম্পানে ক্ষতিগ্রস্ত হাতিয়ার বেড়িবাঁধ এখনো মেরামত হয়নি

by shahin

নোয়াখালী প্রতিনিধি, ভয়েস টিভি: জেলার হাতিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এখনো মেরামত হয়নি। এতে প্রতিদিন জোয়ারের পানি ঢুকে নষ্ট হচ্ছে ফসলী জমি, পুকুরের মাছ ও ঘরবাড়ি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, অর্থ বরাদ্দ পেলেই শুরু হবে কাজ।
নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে নিঝুমদ্বীপ, সূখচর, চরঈশ্বর ও নলচিরা ইউনিয়নের কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো মানুষ। প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে জোয়ারের সাথে নোনা পানি ঢুকে নষ্ট করছে ফসলী জমি, শাক-সবজি, পুকুরের মাছ ও বাসস্থান। আসছে বর্ষায় বিপদের আশংকায় ভাঙ্গন এলাকা ছেড়েছে কয়েকশ পরিবার। আসন্ন আউশ মৌসুম নিয়ে শংকিত কৃষকরা।

এদিকে, জোয়ারের প্রবল স্রোতে ইট ভেঙ্গে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গ্রামীন রাস্তাঘাট। তবে শিগগির বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা।
সিংক : মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাতিয়া, নোয়াখালী।
বেড়িবাঁধ মেরামতের বিষয়ে ইউপি চেয়ারম্যানরা বলছেন, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে। জানিয়েছেন ৩নং সুখচর ইউপি চেয়ারম্যান, মো. কামাল উদ্দিন ও ১১নং নিঝুমদ্বীপ মেহরাজ উদ্দিন ।
এদিকে বর্ষা মৌসুমের আগেই জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কারের দাবি নদী তীরের মানুষদের।

ফয়জুল ইসলাম জাহান/নোয়াখালী প্রতিনিধি ।
সম্পাদনা: সায়িকা সাম্মা।

You may also like