Home জাতীয় সুপার সাইক্লোন আম্পান; ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস

সুপার সাইক্লোন আম্পান; ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস

by shahin

ভয়েস রিপোর্ট: বিপুল শক্তি আর বাতাসের তীব্র গতি নিয়ে এগিয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। এরইমধ্যে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকা মহাবিপদ সংকেতের পর দেশের অভ্যন্তরে বিভিন্নস্থানেও বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এ সময় স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
আবহাওয়া অধিদফতর নদীবন্দরের সতর্কবার্তায় জানিয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর এবং মাদারীপুরের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮৯ কি:মি: অথবা তারও বেশি গতিতে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ৪ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে অবস্থানরত এই ঘূর্ণিঝড়টি বুধবার সন্ধ্যার দিকে দেশের সমুদ্র উপকূল অতিক্রম করতে পারে। এ সময় স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। আর আম্পান দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন নিকটবর্তী উপকূল দিয়ে অতিক্রম করা শুরু করবে। এই এলাকা পেরিয়ে যেতে সময় লাগবে ২ থেকে ৩ ঘণ্টা।
আম্পানের তীব্রতার কারণে চট্টগ্রাম-কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত আর মোংলা-পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
৯ নম্বর মহাবিপদ সংকেত হলো, বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। এ সময় ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিমি বা এর বেশি হওয়ার শঙ্কা রয়েছে।
আর ১০ নম্বর মহাবিপদ সংকেত হলো, বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটারের বেশি হতে পারে।
এরইমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণাঞ্চলের নদী-নদী পায়রা, বিষখালী, বলেশ্বর নদীতে স্বাভাবিক জোয়ারের ৩-৪ ফুট অধিক উচ্চতার জোয়ার বইছে। জোয়ারের তোড়ে বরগুনা সদর উপজেলার মাইঠা এলাকার বাঁধ ভেঙে জোয়ারের পানিতে আশপাশের গ্রাম প্লাবিত হচ্ছে। বুধবার সকালে পায়রা নদীর বাঁধের অন্তত ২০ ফুট অংশ জুড়ে ভেঙে বিলীন হয়। স্লুইসের দুপাশের বাঁধ ভেঙে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় আম্পান সুন্দরবনের কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সুপার সাইক্লোন আম্পান মোকাবেলায় এরইমধ্যে উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার।

You may also like