Home বিশ্ব সাড়ে চার কেজির আম!

সাড়ে চার কেজির আম!

by Shohag Ferdaus
আম

বাজারে ইতোমধ্যে দেখা মিলছে আম। আসছে জৈষ্ঠ মাসে আমের মৌ মৌ গন্ধে মাতোয়ারা থাকবে দেশের উত্তরের জেলাগুলো। আমাদের দেশে চাপাইনবাবগঞ্জকে আমের রাজধানী বলা হয়। সেখানে এবারও প্রচুর আম হয়েছে। যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারও দখল করেছে। এর মধ্যেই খোঁজ মিলেছে বিশ্বের সবচেয়ে বড় আমের। তবে বাংলাদেশে নয় বরং তা পাওয়া গেছে কলম্বিয়ায়। ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নামও উঠে গিয়েছে ওই আমটির।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কলম্বিয়ার বোয়াক্কা এলাকার গুয়াতার সান মার্টিনের এক ফার্মে দুই কলম্বিয়ান জার্মান অরল্যান্ডো নোভোয়া বারেরা এবং রেইনা মারিয়া মারোকুইন এই কীর্তি অর্জন করেছেন।

জানা গেছে, কলম্বিয়ার এই আমটির ওজন ৪.২৫ কেজি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর প্রায় সাড়ে চার কেজির আমটিই বিশ্বের সবচেয়ে ভারী আম। এর আগে এই রেকর্ডের মালিক ছিল ফিলিপিন্স। সেখানকার আমটির ওজন ছিল ৩.৪৩৫ কেজি। তবে জার্মান এবং রেইনারের এই আমটি সেই রেকর্ডই এবার ভেঙে দিল।

এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলতে গিয়ে জার্মান এবং রেইনা জানান, প্রাথমিকভাবে আমটি বড় হওয়ার সময়ই সেটি যে অন্যান্য ফলের থেকে আলাদা তা বুঝতে পারেন তারা। এরপর জার্মানের মেয়ে নেট ঘেঁটে জানতে পারেন, তাদের ফার্মের আমটিই বিশ্বের সবচেয়ে ভারী আম। অর্থাৎ সেটির ওজনের সমান আম বিশ্বে আর একটিও নেই। এরপরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠে যায় জার্মান এবং রেইনা ও তাদের আমটির।

আরও পড়ুন: রাজশাহীতে হঠাৎ কুয়াশা, দুশ্চিন্তায় আম চাষীরা

এই প্রসঙ্গে জার্মান বলেন, “এর মাধ্যমে আমরা গোটা বিশ্বকে জানাতে পেরেছি কলম্বিয়ার মানুষও কর্মঠ। যারা ভালবেসেই চাষবাস করেন এবং এত সুন্দর ফলও উৎপাদন করতে পারেন। আশা করি, করোনা আবহে এই সাফল্য এলাকার অনন্যাদের মুখেও হাসি ফোটাবে।”

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ১২ কেজির মিষ্টি আলু, নাম লেখাতে পারে গিনেস বুকে

ভয়েস টিভি/এসএফ

You may also like